শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প-২০২১

বুধবার, নভেম্বর ৩, ২০২১
আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প-২০২১

সময় জার্নাল ডেস্ক :

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ দারিদ্র্য মানচিত্র প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে দারিদ্র্যপীড়িত এলাকার মানুষ ক্রমাগত আরো দরিদ্র হচ্ছে। এজন্য এসব অঞ্চলে আর্থিক সাহায্য বেগবান করা জরুরি।

এই বিষয়টি মাথায় রেখে এসব এলাকার মানুষদেরকে দারিদ্র্যের কষাঘাত থেকে রক্ষা করা এবং নৈতিক শিক্ষায় বলিয়ান করার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন দ্রারিদ্র্যপীড়িত ২২ জেলায় বিভিন্ন দারিদ্র বিমোচন প্রকল্প ও দীনি শিক্ষা এবং নীতি-নৈতিকতা বিষয়ক কর্মশালার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

🔹 লক্ষ্য ও উদ্দেশ্য:

এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য হলো—

✅ দারিদ্র লাঘব করা;
✅ সুদ-ভিত্তিক ঋণের নির্ভরতা থেকে মুক্ত করা;
✅ ইসলামের মৌলিক শিক্ষা প্রদান এবং নীতি-নৈতিকতকতাবোধ জাগ্রত করা;
✅ বিধবাদের আর্থিক সহায়তা করা।

🔹 প্রস্তাবিত প্রকল্পের আওতায় গৃহীতব্য কার্যকম:

✅ ৪৫০জনকে রিকশা/ভ্যান কিনে দেয়া;
✅ ১০০জন দরিদ্রকে দু’টি করে ছাগল কিনে দেয়া;
✅ ১৪০জন বিধবাকে দু’টি করে ছাগল কিনে দেয়া;
✅ মোট ৬৯০জনকে বিভন্ন রকম অর্থোপার্জনমূলক উপকরণ-সহযোগিতা প্রদান করা।
✅ ইসলামের মৌলিক শিক্ষা এবং নীতি-নৈতিকতা বিষয়ক শিক্ষাদান।

🔹 উপকরণ-সহযোগিতা প্রদানের পাশাপাশি যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে:

✅ ঈমানের রুকনসমূহ
✅ ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য প্রাত্যহিক প্রয়োজনীয় বিধি-বিধান
✅ তাহারাত ও সালাহ
✅ বিশুদ্ধ কুরআন তিলাওয়াত
✅ আখলাক ও আচার-আচরণ
✅ হালাল উপার্জনের গুরুত্ব

🔹 উপকারভোগী বাছাই প্রক্রিয়া:

সংশ্লিষ্ট জেলা ভিত্তিক নির্ধারিত প্রতিনিধি এবং মসজিদের ইমাম সাহেবদের মাধ্যমে উপকারভোগী বাছাই করা হবে এবং ফাউন্ডেশনের নিজস্ব কর্মীদের মাধ্যমে তা ভেরিফাই করে চূড়ান্ত করা হবে।

🔹 কাঙ্ক্ষিত ফলাফল:

✅ এর মাধ্যমে দরিদ্ররা উপার্জন করে আর্থিভাবে সচ্ছল হতে পারবেন।
✅ ছাগল লালন-পালন করে সচ্ছলতা লাভ করবেন।
✅ ব্যক্তিগত ও পারিবারিক জীবন দীন অনুযায়ী পরিচালনা করতে পারবেন, ইন শা আল্লাহ।

🔹 অর্থের উৎস:

✅ আর্থিক সহযোগিতা আস-সুন্নাহ যাকাত ফান্ড থেকে করা হবে।
✅ দীনি প্রশিক্ষকের সম্মানীসহ প্রকল্প বাস্তবায়নের আনুষঙ্গিক খরচ সাধারণ দান থেকে ব্যয় করা হবে।

এই প্রকল্পে ব্যয়ের জন্য প্রয়োজনীয় যাকাতের ফান্ড ইতোমধ্যে সংগ্রহ হয়ে গেছে আলহামদু লিল্লাহ।

প্রশিক্ষণ কার্যক্রমসহ আনুসাঙ্গিক ব্যয়ভার বহনের জন্য অনুদান পাঠাতে পারেন এই লিঙ্কে ক্লিক করে: https://assunnahfoundation.org/donate/self-reliant


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল