মোঃ রাকিব হোসেন, বরগুনা প্রতিনিধি: বরগুনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ কর্মসূচির আয়োজ করে।
"মুজিব বর্ষে শপথ করি-দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি" এ প্রতিপাদ্য নিয়ে ৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে বরগুনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্ত্বরে এ সপ্তাহের উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, সদর ইউএনও সামিয়া শারমিন। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিপিবির সেচ্ছাসেবক, স্কুল,মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিকাণ্ড, সড়ক দূর্ঘটনাসহ দুর্যোগে মানুষের সেবা করে যাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। সাহসী এই কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।
এমআই