স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। যাবার বেলায় সঙ্গী করল ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীদের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লঙ্কানদের কাছে হারের দিনে অবসরের ঘোষণাও দিয়ে দিয়েছেন ড্যারেন ব্রাভো।
এই ম্যাচে উইন্ডিজ অধিনায়ক টস জিতে সিদ্ধান্ত নেন বোলিংয়ের। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। ৫.২ ওভারের মাথায় আন্দ্রে রাসেলের বলে ক্যাচ এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পেরেরা (২৯)।
নিশাঙ্কা সাজঘরে ফেরেন অর্ধশতক পূর্ণ করে। ব্রাভোর বলে শিমরন হেটমেয়ারের হাতে ক্যাচ দেয়ার আগে খেলেন ৪১ বলে ৫১ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নামা চারিথ আসিলাঙ্কা রাসেলের বলে ক্যাচ দেয়ার আগে ৪১ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে।
এরপর ধাসুন শানাকার ১৪ বলে ২৫ রানের ক্যামিওতে ৩ উইকেটে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় উইন্ডিজদের সামনে।
বড় লক্ষ্য টপকাতে নেমে শুরুতেই বিপাকে পড়ে উইন্ডিজ। ক্রিস গেইল বের হতে পারেননি ব্যর্থতার বৃত্ত থেকে। মাত্র ১ রান করেই ক্যাচ দেন ফার্নান্দোর বলে। একই ওভারের শেষ বলে এভিন লুইস ফেরেন ৮ রান করে।
তিন নম্বরে ব্যাট করতে নেমে এভিন লুইস ৩৪ বলে ৪৬ রানের ইনিংস খেললেও রোস্টন চেজ (৯) প্রমাণ করতে পারেননি নিজেকে।
তবে কা লড়াই করে যান শিমরণ হেটমেয়ার। তবে হেটমেয়ারকে যোগ্য সং দিতে পারেননি কেউই। আন্দ্রে রাসেল (২), কাইরন পোলার্ড (০), জেসন হোল্ডার ৮ রানে ফেরায় ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
হেটমেয়ার শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ৮১ (৫৪) রানে। উইন্ডিজরা নির্দিষ্ট ওভার শেষে তুলতে পারে ৮ উইকেটে ১৬৯ রান। লঙ্কানদের পক্ষে ২টি করে উইকেট নেন বিনুরা ফার্নান্দো, চামিকা করুণারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১ উইকেট করে নেন দুষমন্থ চামিরা ও দাসুন শানাকা। লঙ্কানরা জিতলেও সেমির স্বপ্ন শেষ হয়ে গেছে নেট রান রেটে পিছিয়ে পড়ায়।
সময় জার্নাল/আরইউ