সর্বশেষ সংবাদ
টিকার অপর্যাপ্ততার কারণে করোনা সংক্রমণে আগামী ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে আরও ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ইউরোপে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা বিধিতে শিথিলতার কারণেও ইউরোপীয় অঞ্চলে কোভিড বেড়ে যাচ্ছে।
ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলের আওতায় আছে মধ্য এশিয়ার কিছু অংশসহ ৫৩টি দেশ। ডব্লিউএইচও এখন পর্যন্ত এ অঞ্চলজুড়ে ১৪ লাখ মৃত্যু তথ্য রেকর্ড করেছে। খবর বিবিসির।
এদিকে, ইউরোপের দেশ জার্মানিতে শেষ ২৪ ঘণ্টায় প্রায় ৩৪ হাজার মানুষের কোভিড শনাক্ত হয়েছে। কোভিডে এটিই জার্মানিতে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ কোভিড পরিস্থিতিকে টিকা না নেওয়া মানুষদের বড় ধরনের মহামারি বলে বর্ণনা করেছেন।
এক কোটি ৬০ লাখ জার্মান এখনও টিকা নেয়নি। তবে, দেশটিতে কোভিড শনাক্ত বাড়লেও হাসপাতালের কেয়ার ইউনিটগুলোতে এখনও চাপ আগের তুলনায় কম আছে।
জার্মানিতে কোভিড শনাক্ত বাড়লেও তা এখনও যুক্তরাজ্যের গড় কোভিড শনাক্তের রেকর্ডের চেয়ে কম। যুক্তরাজ্যে দৈনিক গড়ে কোভিড শনাক্ত হচ্ছে ৪১ হাজারেরও বেশি মানুষ।
ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা এই ভেবে উদ্বিগ্ন যে—দেশটিতে করোনাভাইরাস মহামারির চতুর্থ ঢেউ বেশ কিছু সংখ্যক মানুষের মৃত্যু ঘটাতে পারে এবং স্বাস্থ্য ব্যবস্থায়ও চাপ সৃষ্টি করতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৬৫ জনের মৃত্যু হয়েছে, যা এক সপ্তাহ আগেই ছিল ১২৬ জন।
জার্মানির রবার্ট কখ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট কোভিড শনাক্তের সংখ্যা ভয়াবহ উল্লেখ করে বলেছেন, ‘আমরা এখনই পাল্টা ব্যবস্থা না নিলে, মহামারির চতুর্থ ঢেউ আরও দুর্ভোগ বয়ে আনবে।’
জার্মানিতে যারা টিকা নেয়নি তাদের মধ্যে ৩০ লাখেরও বেশি মানুষের বয়স ৬০ বছরের ওপরে। তাঁরা বিশেষভাবে কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে।
জার্মানিতে রেস্তোঁরা ও ক্যাফেতে ঢুকতে হলে মানুষকে টিকা নেওয়ার সনদপত্র দেখানো কিংবা অনেক ক্ষেত্রে কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখানোর নিয়ম চালু আছে। কিন্তু এ নিয়ম সবসময় মানা হয় না।
তবে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ বলছেন, কোভিড সংক্রমণ যে কেবল জার্মানিতেই বাড়ছে তা নয়, রাশিয়া ও ইউক্রেইনেও কোভিড সংক্রমণ নাটকীয়ভাবে বেড়ে যাচ্ছে এবং বাড়ছে মৃত্যুও।
রোমানিয়া এ সপ্তাহে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক কোভিড শনাক্তের রেকর্ড হয়েছে। ডাচ সরকার এ সপ্তাহে আবার জনসমাগম এলাকাগুলোতে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি আরোপ করা হবে বলে জানিয়েছে। সেখানে এক সপ্তাহেই হাসপাতালে রোগীর সংখ্যা ৩১ শতাংশ বেড়েছে।
হাঙ্গেরিতে দৈনিক কোভিড সংক্রমণ গত এক সপ্তাহে দ্বিগুণেরও বেশি বেড়ে ৬,২৬৮ জনে দাঁড়িয়েছে। স্লোভাকিয়ায় মহামারি শুরুর সময় থেকে এ পর্যন্ত কোভিড শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চেক রিপাবলিকে কোভিড সংক্রমণ আবার গত বসন্তে যেমন ছিল সে পর্যায়ে পৌছেছে।
লাটভিয়ায় রেকর্ড পর্যায়ের কোভিড সংক্রমণের কারণে সোমবার থেকে তিনমাসের জরুরি অবস্থা জারি হচ্ছে। ইংল্যান্ডের উপ-প্রধান কর্মকর্তা প্রফেসর জোনাথন ভান-তাম বুধবার বলেছেন, অনেক বেশি মনুষ মনে করছে যে, মহামারি শেষ হয়ে গেছে।
সময় জার্নাল/ইএইচ
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল