সময় জার্নাল প্রতিবেদক :
যোগদানের ১১ বছর পূর্তি এবং ১২ বছরে পদার্পণকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করবেন ২৮ বিসিএস ক্যাডারের কর্মকর্তারা। এ উপলক্ষে আগামী ১ ডিসেম্বর কুমিল্লা পুলিশ লাইন শহীদ আর আই আব্দুল হালিম বীর বিক্রম অডিটোরিয়ামে সন্ধ্যার পর আনন্দ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন তারা।
গত ৫ নভেম্বর (শুক্রবার) কুমিল্লা সার্কিট হাউজ হল রুমে ২৮ বিসিএস ক্যাডারের বিভিন্ন ক্যাডারে কর্মরত কর্মকর্তাদের এক মিলন মেলায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মিলন মেলার উদ্যোগ নেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
মিলন মেলায় উপস্থিত ছিলেন :
মোহাম্মদ শাহাদাত হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা।
আয়েশা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ
এম. তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), কুমিলা।
মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), কুমিল্লা।
ডা. কামরুল হাসান সোহেল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, বরুড়া, কুমিল্লা।
ফারুক আহম্মদ, সহকারী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান), কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা।
তোফায়েল আহমেদ (তুহিন), সহকারী অধ্যাপক (অর্থনীতি), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।
মোঃ সাইফ উদ্দিন, সহকারী অধ্যাপক (অর্থনীতি), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।
জান্নাত বিনতে মামুন, সহকারী অধ্যাপক (সমাজকর্ম), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিজের লেখা বঙ্গবন্ধুর জীবনঃ কালপঞ্জি বইটি উপহার দেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। এছাড়াও কুমিল্লা সরকারি মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারুক আহম্মদ তার লেখা ‘মাটির টান’ বইটি সবার মাঝে বিতরণ করেন।
সময় জার্নাল/ইএইচ