এম.পলাশ শরীফ, বাগেরহাট
বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি কলাবাগান থেকে নিখোঁজ মোবাইল মেকার মেহেদী হাসানের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ২ দিনপর চর টেংরাখালী এলাকার একটি কলাবাগান থেকে রবিবার সকালে এই লাশ উদ্ধার হয়। মেহেদী হাসান কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মনির হোসেনের ছেলে। গত ৫ নভেম্বর রাতে দোকান থেকে অজ্ঞাতনামা লোকেরা মেহেদীকে ডেকে নেওয়ার পর থেকে নিখোঁজ ছিল। বাড়ীর লোকের মোহেদীর কোন সন্ধান না পেয়ে ৬ নভেম্বর কচুয়া থানায় সাধারণ ডায়েরী করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, কচুয়া উপজেলার টেংরাখারী গ্রামের নতুন হাটের মোবাইল মেকার মেহেদী হাসান গত ৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। ওই দিন সন্ধ্যা রাতে অজ্ঞাতনামা লোকেরা মেহেদীকে দোকান থেকে ডেকে নেয়। এরপর নিখোঁজ ছিল। এলাকাবাসী রবিবার সকালে আশপাশের মাঠ ও ডোবায় খুজতে থাকে মেহেদীর লাশ। এরই এক পর্যায়ে চর টেংরাখালী এলাকার একটি কলা বাগানে মেহেদীর লাশ কলার পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে ওসি জানান।
সময় জার্নাল/এলআর