মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামে নির্বাচনী সহিংসতায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মেম্বারের সমর্থকরা। ভাংচুর করেছে বাড়িঘর। লুটপাটের ঘটনা ঘটেছে বলেও কেউ দাবি করেছেন।
সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থকের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—জাহারুল ইসলাম ও সাহারুল হোসেন।
গ্রামবাসী জানান, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও আওয়ামী লীগ সমর্থক আজমাইন হোসেন টুটুলের সমর্থক গ্রামে ভোট চেয়ে ফিরছিলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যায়ে যায়। পরে দুপক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আতিয়ার পক্ষের লোকজনের অস্ত্রের কোপে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। আহতদের নাম জানা না গেলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং বামুন্দির কয়েকটি ক্লিনিকে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সময় জার্নাল/আরইউ