মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ইউপি নির্বাচন: তেঁতুলিয়ায় ভোট গ্রহণে সবধরণের প্রস্তুতি সম্পন্ন

মঙ্গলবার, নভেম্বর ৯, ২০২১
ইউপি নির্বাচন: তেঁতুলিয়ায় ভোট গ্রহণে সবধরণের প্রস্তুতি সম্পন্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :  ভোটের আর মাত্র দুদিন বাকি। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মঙ্গলবার রাত ১২টার শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে গ্রহণ করা হবে ভোট। করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে সব ধরণের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।

নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে প্রচার বন্ধ করতে হয়। সে হিসেবে ৯ নভেম্বর মধ্যরাত ১২টায় প্রচার কাজ বন্ধ করতে হবে। এ সময়ের পর প্রার্থী বা সমর্থকদের কেউ কোনও ধরনের প্রচারণা চালাতে পারবেন না।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ভোটের আগের দিন প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে। 

তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনী দায়িত্ব পালন করছেন ৩ জন রিটানিং অফিসার, সহ-প্রিজাইডিং অফিসার ২৮২ জন ও পোলিং অফিসার ৫৬৪ জন। প্রতিটি ইউনিয়নের কেন্দ্রগুলোতে শান্তি -শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, গ্রাম পুলিশসহ সার্বক্ষণিক ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারন সদস্য পদে ২৪৪ জন এবং সংরক্ষিত নারী আসনে ৯১ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। 

উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৯৭ হাজার ২’শ ২২জন। এদের মধ্যে পুরুষ ৪৮ হাজার ৭’শ ১৬জন এবং নারী ৪৮ হাজার ৫’শ ১১জন। ইউনিয়ন অনুযায়ী বাংলাবান্ধা ইউনিয়নে পুরুষ ভোটার ৫ হাজার ৭’শ ৫৫ জন, নারী ভোটার ৫হাজার ৭’শ ১৪ জন, তিরনইহাট ইউনিয়নে পুরুষ ভোটার ৭হাজার ১০ জন, নারী ভোটার ৬হাজার ৯’শ ৬৩ জন, তেঁতুলিয়া ইউনিয়নে পুরুষ ভোটার ৮হাজার ১’শ ১৫ জন, নারী ভোটার ৮ হাজার ৪’শ ৩ জন, শালবাহান ইউনিয়নে পুরুষ ভোটার ৮হাজার ১’শ ৯৫ জন, নারী ভোটার ৮হাজার ২’শ ৮২ জন, বুড়াবুড়ি ইউনিয়নে পুরুষ ভোটার ৪ হাজার ৬’শ জন, নারী ভোটার ৪ হাজার ৫’শ ২৬ জন, ভজনপুর ইউনিয়নে পুরুষ ভোটার ৬হাজার ৪’শ ২২ জন, নারী ভোটার ৬হাজার ৪’শ ২ জন, দেবনগড় ইউনিয়নে পুরুষ ভোটার ৮হাজার ৬’শ ১৯ জন, নারী ভোটার ৮হাজার ২’শ ২১ জন। প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যদের পাশাপাশি দু’জন পুলিশ কর্মকর্তাসহ ৭ জন পুলিশ মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার আলী হোসেন জানান, নির্বাচন সুষ্ট ও সফল ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রিট দায়িত্বে থাকবেন। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, ট্রাক ও পিক আপসহ কিছু যান চলাচল বন্ধ থাকলেও মেইন রোডের বিষয়ে সিদ্ধান্ত অনুযায়ী প্রচার মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দেয়া হবে। 

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল