সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

তরুণদের চমৎকার ৬টি পরামর্শ দিলেন ব্রিগেডিয়ার নাসির

মঙ্গলবার, নভেম্বর ৯, ২০২১
তরুণদের চমৎকার ৬টি পরামর্শ দিলেন ব্রিগেডিয়ার নাসির

তরুণদের উদ্দেশ্যে ৬টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব) নাসির উদ্দিন আহমেদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এই পরিচালক নিজ ফেসবুক টাইম লাইনে বাংলা ও ইংরেজি ভাষায় পরামর্শগুলো লিপিবদ্ধ করেছেন। সময় জার্নাল পাঠকদের জন্য তাঁর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল :

#তরুনদের_বলছি

১। হালাল পেশা বা হালাল জীবিকা জীবনের গুরুত্বপূর্ণ অংশ। 

২। নিজের শারীরিক, মানসিক ও সামাজিক, ধর্মীয় যত্ন।

৩। সঠিক অর্থনৈতিক পরিকল্পনাএবং ব্যবস্থাপনা । 

৪।পরিবার ও আত্মীয়তার সম্পর্কের সঠিক মর্যাদা দান।

৫। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেয়া সীমারেখার মধ্যে থাকা।

৬। অসহিষ্ণু  আচরণ, নিয়ন্ত্রণহীন রাগ, হিংসা,, বিদ্বেষ, অন্যের সাথে নিজের তুলনা করা,আল্লাহ প্রদত্ত অবস্থান নিয়ে অসন্তোষ পোষন করা, কুমন্ত্রণা দেয়া এবং শোনার,পরচর্চা র মত কাজ গুলোর সংগে সংগী হয়ে গেলে শয়তান এর দাসত্বের আওতায় পুরো জীবন কেটে যাবে।

এ ছয়টি  জিনিস ভারসাম্য মুলুক ভাবে করতে পারলে জীবনে অবশ্যই সন্তুষ্ট ও সুখী হবেন।

1.  Career,Occupation or livelihood is an important part of life

 2.  Own physical, mental and social and religious care.

 3.  Financial  planning and management 

 4. Give proper care with dignity or importance  to the relationship with family and relatives and friends

5. Plan and lead a life As per instructions of Allah.

6. Intolerance,  Un controlled anger, Jealousy, Hate,Dissatisfaction  on your status, Abusing are the tools of Devils 
 If you can balance these six things in a balanced way, you will be satisfied and happy in life.

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল