সময় জার্নাল ডেস্ক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬৬৮জনে। নতুন করে শনাক্ত হয়েছে ১৮৬৮জন। মোট শনাক্ত ৫ লাখ ৬৮হাজার ৭০৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১৫৭৭ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ২০হাজার ৭১৮জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯২৯টি নমুনা সংগ্রহ এবং ১৯হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৩ লাখ ৮৮ হাজার ১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।