নরসিংদী প্রতিনিধি। নরসিংদী রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এসময় এক যুবক নিহত এবং আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন নিয়ে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান চেয়ারম্যান আশরাফুল হক এবং অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মিয়ার ছেলে জাকির মিয়া।
রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান, নির্বাচন ও পূর্বশত্রুতার জের ধরে রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
সময় জার্নাল/আরইউ