রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
আলোচনাসভা, র্যালী ও দোয়া মহফিলসহ নানা আয়োজনে কুড়িগ্রামে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী. সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমিন দুলাল, যুবলীগ নেতা আনিছুর রহমান চাঁদ, মমিনুর রহমান মমিনসহ নেতাকর্মীরা।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালী শহর প্রদক্ষিন করে।
সময় জার্নাল/এলআর