সময় জার্নাল প্রতিবেদক :
বৃহস্পতিবার (১১ই নভেম্বর) ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালকে বিশিষ্ঠ শিল্প প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ একটি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত এমবুলেন্স উপহার দেন।
হাসপাতালের সামনে এম্বুলেন্স হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন, পরিচালক আবুল কালাম আজাদ, জেনারেল ম্যানাজার প্রকিউরমেন্ট এন্ড সাপলাই ম্যাজেমেন্ট এলাহী মঞ্জুরুল হক, গণস্বাস্থ্যে কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ্ খোন্দকার, গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বদরুল হক, ডাইরেক্টর ফাইনান্স মনিকা রানী সরকার ও কর্মকর্তাবৃন্দ।
এম্বুলেন্স হস্তান্তের পর হা-মীম গ্রুপের চেয়ারম্যানসহ কর্মকর্তাগণ হাসপাতালের কেবিনে অসুস্থ্য গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে দেখা করে তাঁর শাররীক অবস্থার খোজখবর নেন। এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “হা-মীম গ্রুপ সাধারন মানুষের চিকিৎসা সেবায় এম্বুলেন্স দান করে কর্তব্য পালন করেছেন।
হা-মীমগ্রুপ গণস্বাস্থ্য ডায়রাইসিস সেন্টার প্রতিষ্ঠার পর হতে গরীব ও অসহায় মানুষের চিকিৎসায় সবসময় সহযোগিতা করে যাচ্ছে। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।" পাশাপাশি দেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক বীমা, ধনাঢ্য ব্যক্তিদের তাঁদের ‘কর্পোরেট সোসাল রেসপন্সপেলেটি ফান্ড’ চিকিৎসা সেবায় ব্যবহার করে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।
গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ও মানবতার সেবায় সকল দান আয়কর মুক্ত।
সময় জার্নাল/ইএইচ