স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে যাওয়া পাকিস্তানকে অবশেষে থামতে হলো। একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে ওঠা বাবর আজমদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখল অস্ট্রেলিয়া।
দুবাইয়ে বৃহস্পতিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে জয় তুলে অস্ট্রেলিয়া। মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েডের শেষের ঝড়ে ১ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে দলটি।
এর মধ্য দিয়ে নিশ্চিত হলো এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া শিরোপার জন্য লড়বে। দুই দলের কোনোটিই এই সংস্করণে আগে বিশ্বকাপ জেতেনি।
বুধবার প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পা রাখে কিউইরা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে কেন উইলিয়ামসনরা। আর অস্ট্রেলিয়া এ নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে। ২০১০ সালে ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরেছিল ওয়ানডের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
সময় জার্নাল/এসএ