আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। তারা ‘দুর্নীতিবাজ’ নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চান না বলে স্লোগান দেন ও বিক্ষোভ প্রদর্শন করেন।
ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শনিবারের বিক্ষোভটি ছিল আগের যেকোনো বিক্ষোভের চেয়ে অনেক বড়। যেখানে ২০ হাজার মানুষ অংশ নিয়েছেন।
বিক্ষোভকারীদের গণজমায়েতের কারণে সবদিকের রাস্তা বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। তারা নেতানিয়াহুর বাসভবনের সামনে অবস্থান নিয়ে নানারকম স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। সেখানে কেউ কেউ ঢোল বাজিয়ে, হর্ন বাজিয়ে, গলা ফাটিয়ে স্লোগান দিতে থাকেন। সবার স্লোগানের অর্থ একটাই—তারা আর ৭১ বছর বয়সী নেতানিয়াহুকে ক্ষমতায় দেখতে চান না।
ধারণা করা হচ্ছে, ২৩ মার্চের নির্বাচনে নেতানিয়াহুকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে ডানপন্থী লিকুড। ডানপন্থীরাই এবার সরকার গঠন করবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে না পারা, ঘুষ, স্বজনপ্রীতি, জালিয়াতি, দুর্নীতিসহ নানারকম অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর জন্য এবারের নির্বাচনটা সত্যিকার অর্থেই একটা অগ্নিপরীক্ষা। সূত্র : রয়টার্স
সময় জার্নাল/আরইউ