নিজস্ব প্রতিনিধি: ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেয়ার জন্য ঢাকার বিচারিক আদালতের এক বিচারকের পর্যবেক্ষণ সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, ওই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে চিঠি পাঠানো হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে শনিবার জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের স্মরণসভায় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
রাজধানীর রেইনট্রি হোটেলে দুই নারীকে ধর্ষণের মামলায় ৫ জনকে খালাস দেন ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম কামরুন্নাহার।
ঘটনার ৩৮ দিন পর মামলা করেছিলেন ওই দুই নারী। গত বৃহস্পতিবার দেয়া রায়ে এ নিয়ে বিচারক বলেন, ৭২ ঘণ্টা পর মেডিক্যাল পরীক্ষা করা হলে ধর্ষণের আলামত পাওয়া যায় না।
বিচারক পুলিশকে ওই সময়ের পর কোনো মামলা না নিতে বলেছেন। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, বিচারকের এমন পর্যবেক্ষণ আইনসম্মত না হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে চিঠি দেয়া হবে।
সময় জার্নাল/এলআর