তিতুমীর কলেজ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলাদেশের সমাজবিজ্ঞান কোর্সের পরীক্ষাটিতে নিয়মিত শিক্ষার্থীদেরকে একেক কলেজে একেক রকম প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে। সাত কলেজের সকলের একই প্রশ্ন পরীক্ষা নেয়া হয় কিন্তু এই পরীক্ষায় কবি নজরুল কলেজ ও তিতুমীর কলেজ কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্ন। অর্থাৎ এক পরীক্ষার্থীদের প্রশ্ন দিয়েছে অন্য পরীক্ষার্থীদের। অপর কলেজ গুলোতে আবার নিয়মিতদের আলাদা প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) ইংরেজি ও অর্থনীতি বিভাগের বাংলাদেশের সমাজবিজ্ঞান পরীক্ষায় এই ঘটনা ঘটে।
বেগম বদরুন্নেসা কলেজের এক শিক্ষার্থী বলেন, 'কবি নজরুল সরকারি কলেজের স্যার এবং ম্যামদের ভুলের কারণে আজকে অর্থনীতি ডিপার্টমেন্টের নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা অনেক খারাপ হয়েছে। আমাদেরকে অনিয়মিতদের প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা বিষয়টি জানানোর পরও আমাদেরকে এই প্রশ্নেই পরীক্ষা দিতে বলা হয়।'
বদরুন্নেসা কলেজের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের যে প্রশ্ন দেওয়া হয় তা দেখে আমরা অবাক। দুই ঘন্টার পরীক্ষায় এতো প্রশ্ন। তখন আমারা বুঝতে পারিনি প্রশ্নটি অনিয়মিতদের।পরীক্ষা শেষে জানতে পারলাম একেক রুমে একেক প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর স্যার ম্যামদের সাথে কথা বলতে গেলে তারা বলেন, কোন সমস্যা নেই আমরা খাতার সাথে ২ সেট কোয়েশ্চন পাঠিয়ে দিব। এটার সমাধান কি হবে তা আমাদের জানা নেই।
সরকারি বাংলা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের আগে জানানো হয়েছিল ২ ঘণ্টার পরীক্ষায় ৬টি বড় প্রশ্ন থেকে ৩টি লিখতে হবে। কিন্তু দুঃখের বিষয়, তিতুমীর কলেজে পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন দেখে আমরা সবাই অবাক। আমাদের প্রশ্নে ১০টি এক কথায় উত্তর, ৩টি ছোট প্রশ্ন আর ২টি বড় প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে।’
‘এ বিষয়ে হলগার্ড ম্যামকে জানালে তিনি আমাদের জানান, এটাই নাকি আমাদের প্রশ্ন। তাই বাধ্য হয়ে এক্সাম দিতে হলো।
জানা যায়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রশ্ন ঠিক ছিলো।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বাহালুল হক চৌধুরী বলেন, ‘এমনটি হওয়ার সুযোগ নেই। সাত কলেজের সবার একই প্রশ্নে পরীক্ষা হতে হবে। আমি কালকে (সোমবার) এটি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসবো। অবশ্যই ব্যবস্থা নেবো।’
এমআই