বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বঙ্গবন্ধু ইনসিওরেন্স ইনস্টিটিউট গঠনের উদ্যোগ

সোমবার, নভেম্বর ১৫, ২০২১
বঙ্গবন্ধু ইনসিওরেন্স ইনস্টিটিউট গঠনের উদ্যোগ

সময় জার্নাল প্রতিবেদক :

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিকে আন্তর্জাতিকমানের বঙ্গবন্ধু ইনসিওরেন্স ইনস্টিটিউটে রূপান্তরের উদ্যোগ নিয়েছে অর্থমন্ত্রণালয়। রূপান্তরকরণের স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব করার লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

১০ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক বিভাগের অধীনস্থ বীমা শাখা। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ জাহিদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটির আহ্বায়ক করা হয়েছে জীবন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ শাখার চেয়ারম্যানকে। 

সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ইনসিওরেন্স এসোসিয়েশনের চেয়ারম্যান, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান। বাংলাদেশ ইন্সিওরেন্স একাডেমির পরিচালককে কমিটির সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।

কমিটির কার্যপরিধি:

* বাংলাদেশে ইনসিওরেন্স একাডেমিকে আন্তর্জাতিকমানের বঙ্গবন্ধু ইনসিওরেন্স ইন্সটিটিউটে রূপান্তরকরণের উপায়/পন্থা অনুসন্ধান করা। 

* বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক উত্থাপিত বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিকে ইনস্টিটিউটে রূপান্তরিত করার প্রস্তাবনাটি যাচাই/পর্যালোচনা করা। 

* সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা/মতামত গ্রহণ ও তৎপ্রেক্ষিতে প্রয়োজনীয় নীতিমালা এবং বাস্তবায়ন পরিকাঠামো সুপারিশ করণ

* একটি সুনির্দিষ্ট প্রস্তাবনাসহ চূড়ান্ত প্রতিবেদন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাবর উপস্থাপন। 

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল