স্পোর্টস ডেস্ক: এশিয়ান আরচারিতে আগে কখনো পদকের মুখ দেখেননি বাংলাদেশের কোন আরচার। এবার ঘরের মাঠে সেই আক্ষেপ পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের। রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে রৌপ্য নিশ্চিত করেছেন দুই আরচার হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী।
সাফল্যের হাসিটা বাংলাদেশের দুই আরচারে চওড়া। কারণ ফাইনালে ওঠার লড়াইয়ে তারা হারিয়েছেন ভারতের আনকিতা ভক্ত ও কপিল জুটিকে।
মঙ্গলবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাংলাদেশের দুই আরচার সেমিফাইনালে দিয়া সিদ্দিকী ও রুবেল ভারতীয় জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছেন।
এশিয়ান আরচারিতে এটাই বাংলাদেশের প্রথম ফাইনালে ওঠা। সেমিফাইনালে বাংলাদেশের দুই আরচার ৫-৪ সেট পয়েন্টে হারিরেছেন ভারতের জুটিকে।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের দুই আরচার ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন ইরানের আবদুল্লাহি মাহতা ও রেজা সাবানি জুটিকে। স্বর্ণের লড়াইয়ে রুবেল ও দিয়ার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ব্রোঞ্জের লড়াইয়ে ভারত খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।
সময় জার্নাল/এলআর