শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতার মামলায় সদস্য পদ প্রার্থীসহ ৪জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার(১৫ নভেম্বর) আত্নসমাপন করে আদালতে হাজির হলে ৭২ জনের মধ্যে প্রার্থীসহ ৪জনের জামিন আবেদন না রাজি করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন লালমনিরহাটের আমলি আদালত ২ এর বিচারক ইকবাল হোসেন।
এর আগে বৃহস্পতিবার(১১ নভেম্বর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা বহু মুখি দাখিল মাদরাসা ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বর্তমান ইউপি সদস্য ও সদস্য পদ প্রার্থী নবিকুল কাজি(৫৫), তার ছেলে জাহিদ হাসান(২৫), একই গ্রামের মৃত আকবরের ছেলে নুর ইসলাম(৫২) ও তার ভাই ইসমাইল হোসেন(৪২)।
মামলার বিবরনে প্রকাশ, উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বিন্দ্বিতা করেছেন বর্তমান সদস্য নবিকুল কাজি(বৈদ্যুতিক ফ্যান) ও মোখলেছুর রহমান(তালা)। ভোট শান্তিপুর্ন পরিবেশ গ্রহন শেষে গননা শুরু হয়। ভোটে ফলাফলে দুই সদস্য প্রার্থী এক হাজার ১৩১ ভোট পেয়ে সমান অবস্থানে থাকেন। এ ফলাফল সিটে ভোট সংখ্যা একাধিকবার কাটাকাটি (অভার রাইটিং) করায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সাথে ফ্যান প্রতিকের এজেন্টের বিতর্ক সৃষ্ঠি হয়। ফলাফল সিট বার বার কাটা কাটি করায় স্বাক্ষর করেনি এজেন্ট নয়ন মিয়া। যা নিয়ে বিরোধের সৃষ্ঠি হয়।
এর এক পর্যয়ে স্থানীয় জনতা ভোট কেন্দ্রের মাঠে অবস্থান নিয়ে কাটাকাটি ফলাফল সিট প্রত্যাক্ষান করে ভোট পুনগননার দাবি জানান। এ সময় জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও তিন জন ম্যাজিস্ট্রেট ওই কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। কাটাকাটি ফলাফল সিটের বিষয়ে উপজেলায় সিদ্ধান্ত হবে এ প্রতিশ্রুতিতে ফলাফল ঘোষনা না দিয়ে কেন্দ্র ত্যাগ করেন প্রিজাইডিংসহ সকলে।
রোববার(১৪ নভেম্বর) রির্টানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে ওই কেন্দ্রের বিষয়ে সিদ্ধান্ত চেয়ে নির্বাচন কমিশনে পত্র পাঠান।
এ দিকে সহিংসতার ঘটনায় বর্তমান সদস্য ও সদস্য পদ প্রার্থী নবিকুল কাজিকে প্রধান করে তার পরিবার ও সমর্থকদের ৭২ জনের নাম উল্লেখসহ অজ্ঞতা আরও ৪০/৫০ জনের বিরুদ্ধে পরদিন একটি মামলা দায়ের করেন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বনমালী কুমার পাল।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনএম শরীফুল ইসলাম বলেন, দু'জনের ফলাফল সমান হওয়ায় ওই ওয়ার্ডের সদস্য পদের ফল ঘোষনা করা হয়নি। তবে এর সিদ্ধান্ত চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে। সদস্য পদের ফলাফল সিট অভার রাইটিং ছিল। সেই সিটও স্কান করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
লালমনিরহাট আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনী সহিংসতার মামলায় আত্নসমাপন করা ৭২জনের ৪জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাকীদের জামিন মঞ্জুর করেছেন।
সময় জার্নাল/এলআর