মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার

মঙ্গলবার, নভেম্বর ১৬, ২০২১
ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আসন্ন তিনটি ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের সহিংসতা দমনে আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

মঙ্গলবার ( ১৬ই নভেম্বর)  বিকেলে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বিভিন্ন বসত বাড়িতে অভিযান চালিয়ে এই দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- পাঁচটি ঢাল, ছয়টি টেঁটা, চারটি বড় আকারের রামদা, নয়টি বল্লম, দুটি শাবলসহ বাঁশের লাঠি।

এ বিষয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান , ‘আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে পুলিশ এ অভিযান চালিয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরো জানান , আগামী শনিবার সকাল ১১টায় বেড়িরহাট ও দুপুরে বানা বাজারে বিট পুলিশিং কার্যালয়ে অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল