স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডকে হারিয়ে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শেষে সীমিত ওভারের এই ক্রিকেটের র্যাঙ্কিংয়েরও হালনাগাদ করেছে আইসিসি।
তাতে বেশ পরিবর্তনও এসেছে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপ চলাকালীন আফগানিস্তানের মোহাম্মদ নবীকে টপকে সিংহাসন দখল করেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে সর্বশেষ র্যাঙ্কিংয়ে সাকিবকে দুইয়ে ঠেলে শীর্ষে ফিরেছেন নবী।
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মঈন আলী ও মিচেল মার্শ। তিনে উঠে এসেছেন লিয়াম লিভিংস্টোন। চতুর্থ স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও পঞ্চম স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন অ্যাডাম জাম্পা। ছয় নম্বর থেকে তিনে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলীয় স্পিনার। র্যাঙ্কিংয়ে এগিয়েছেন দুই অজি তারকা জশ হ্যাজলউড ও মিচেল মার্শও।
নিউজিল্যান্ডকে ফাইনালে তুলতে দারুণ পারফরম্যান্স করেছিলেন ডেভন কনওয়ে। কিন্তু চোটের কারণে ফাইনালে খেলতে পারেননি এই কিউই উইকেটক্ষক-ব্যাটার। তবে সেমিতে ভালো খেলার ফল তিনি পেয়েছেন। ব্যাটারদের তালিকায় চারে আছেন কনেওয়ে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে মার্শ জায়গা করে নিয়েছেন ১৩তম স্থানে। ৮ ধাপ এগিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার আছেন ৩৩তম স্থানে।
সময় জার্নাল/এসএ