শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ব্রেইন টিউমারের লক্ষণসমুহ

রোববার, মার্চ ২১, ২০২১
ব্রেইন টিউমারের লক্ষণসমুহ

ডা. ইসমে আজম জিকো :

ব্রেইন টিউমারের অনেকগুলো লক্ষণ রয়েছে। একে একে সেগুলো তুলে ধরা হল :

১. মাথা ব্যথা

২. দৃষ্টি শক্তি কমে আসা

৩. খিচুনী

৪. আস্তে আস্তে হাত পায়ের শক্তি কমে আসা

৫. নাকে ঘ্রাণ না পাওয়া,

৬. চোখে একজিনিস দুইটা দেখা

৭. চোখ টেরা হয়ে যাওয়া

৮. মুখমন্ডলের একসাইড ব্যথা বা অনুভুতি কমে যাওয়া

৯. কানের শ্রবণ শক্তি কমতে থাকা

১০. কানে ঝিঝি শব্দ শোনা

১১. হাটতে গিয়ে ভারসাম্য ঠিক রাখতে না পারা

১২. খাবার গিলতে অসুবিধা

১৩. জিহ্বার এক পাশের শক্তি কমে যাওয়া

১৪. অনিয়মিত মাসিক বা স্তনদিয়ে দুধ আসা( বাচ্চা নেই এমনকি অবিবাহিতা মেয়েদের)

১৫. যৌন আগ্রহ কমে আসা

১৬. মোটা হয়ে যাওয়া

১৭. হাতপা জিহ্বা বড় হতে থাকা

১৮. বাচ্চাদের অস্বাভাবিক যৌনাগ্রহ

১৯. পারসোনালিটি পরিবর্তন, প্রসাব হওয়া বুঝতে না পারা

২০. কথা কম বলা বা বলতে অসুবিধা, স্পষ্ট না,

২১. একসাইডের শক্তি কমে আসা বা  ব্যথা করা

২২. কাউকে চিন্তে না পারা

২৩. মাঝে মাঝে হঠাৎ করে অজ্ঞাণ হওয়া আবার ভালো হয়ে যাওয়া

২৪. বমি বমিভাব।    

২৫. হঠাৎ অজ্ঞাণ হয়ে যাওয়া

এখন এই সমস্যা গুলো কখনো শুধু একটি সমস্যা দেখা দিতে পারে বা একাধিক সমস্যা একসাথে দেখা দিতে পারে।

মাথা ব্যথা কখন ব্রেইন টিউমারের লক্ষণ?

নতুন মাথা ব্যথা সকালে ঘুম থেকে উঠলে বেশি হয় আবার বমি করলে ব্যথা কমে যায়, দিনের পর দিন ব্যথা বাড়তে থাকে,এর সাথে চোখে দেখার সমস্যা হতে পারে বা উপরের যে কোন সমস্যা যোগ হয়, মাথা ব্যথা যেটা দুই একদিন পর ভালো হয়ে যায় কিছুদিন পর আবার আসে এমন ব্যথা  সাধারণত ব্রেন টিউমারের লক্ষণ নয়

দৃষ্টিশক্তি কমে আসা কখন ব্রেইন টিউমারের লক্ষণ?

নতুন করে (new onset) চোখে কম দেখা শুরু করে এবং সেটা দ্রুত খারাপ হতে থাকে, Asymmetrical loss of vision (কোন এক চোখের দৃষ্টিশক্তি অন্য চোখ থেকে দ্রুত খারাপ হতে থাকে), এবং এরসাথে যদি মাথা ব্যথা বা উপরের যে কোন সমস্যা যোগ হয়।

কানে কম শোনা কখন ব্রেইন টিউমারের লক্ষণ?

যদি এক কানে কম শোনে এবং সেটা দিন দিন খারাপ হতে থাকে, এর সাথে কানে ঝিঝি শব্দ হয়, হাঁটার ভারসাম্যে সমস্যা হয়, বা উপরের যে কোন সমস্যা যোগ হয়।

লেখক : নিউরো সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল