মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
“হোক সচেতনতার বিস্তার, চাই এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে নিস্তার ” এই প্রতিাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। ১৮ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ পালন করা হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ’র সভাতিত্বে আলোচনা সভায় প্রতিাদ্য বিষয়ের উপর মুল বক্তব্য উপস্থাপন করেন দিনাজপুর জেনারেল হাসাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ ওয়াহেদুল হক।
আলোচনায় অংশ নেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ, দিনাজপুর জেনারেল হাসাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ মোঃ আব্দুল কাইয়ূম, দিনাজপুর ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সুলতানুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আরোজ উল্লাহ, দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর জেনারেল হাসাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডাঃ শিলাদিত্য শীল, সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ আশুতোষ দেব শর্মা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ এজাজ-উল-হক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, দনাজপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হুদা দুলালসহ জেনারেল হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও সরকারী বিভিন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সবাইকে সুস্থ থাকতে হলে সমন্বতি উদ্যোগের মাধ্যমে এন্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে সচেতন ও খাদ্য সচেতন হতে হবে। এন্টিবায়োটিকের ব্যবহারের বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচীতে অন্তর্ভূক্ত করার দাবীও জানানো হয় সভায়।
সময় জার্নাল/এলআর