এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে শুরু হয়েছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা (বালক বালিকা) অনুর্ধ্ব ১৯। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে শেখ জামাল স্টেডিয়ামে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম সেবা) ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা।
এসময় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল হক ভোলা মাস্টার, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি শামীম হক, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন, পৌর কাউন্সিলর ইদ্রিস খান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার উদ্বোধনী বক্তৃতায় দেশ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, জেলা পর্যায়ের খেলায়াড়দের এমনভাবে দক্ষ হতে হবে যাতে তারা জাতিয় পর্যায়েও সেরাদের পদক আনতে পারে। এজন্য যা প্রয়োজন আমরা তাদের সবটুকু সহযোগিতাই করবো। এসময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতার জন্য জেলা পুলিশ বিভাগ ও করিম গ্রুপকে সাধুবাদ জানানো হয়।
পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, কাবাডি খেলতে শুধু খেলার মাঠ হলেই যথেষ্ঠ। সেখানে মিলিত হয়েই খেলোয়াড়েরা এ খেলায় অংশ নিতে পারে। সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে এসব খেলাধুলার চর্চা এগিয়ে নিতে হবে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হওয়া এ কাবাডি প্রতিযোগীতার সার্বিক সহযোগীতায় রয়েছে জেলা পুলিশ বিভাগ ও করিম গ্রুপ। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে ৩৫-১৯ পয়েন্টে ফরিদপুর সদরকে হারিয়ে বোয়ালমারী ও বালিকা বিভাগে ৬৩-২৩ পয়েন্টে বোয়ালমারীকে হারিয়ে ফরিদপুর সদর উপজেলা দল জয় পায়। প্রতিযোগীতায় বালক বিভাগে ৯টি ও বালিকা বিভাগে ৯টি দল অংশ নিচ্ছে। ২২ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সময় জার্নাল/এলআর