শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্ত হত্যা অনেক বেড়েছে। গত ১২ নভেম্বর কালীগঞ্জের সীমান্তে দুই বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করলেও সেই লাশ এখনও ফেরত দেয়নি। এটা সরকারের চরম ব্যর্থতা। আমরা লাশ ফেরত চাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদ ও লাশ ফেরতের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার গোড়ল ইউনিয়নের বলারহাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া উপদেষ্টা শিমুল বিশ্বাস ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় আরও ব্যক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, নিহত আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর দুই ভাই।
সময় জার্নাল/এলআর