স্পোর্টস ডেস্ক। ব্যাটিংটা কি ভুলেই গেল বাংলাদেশ? নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাঈম শেখরা যেভাবে খেলছেন, দেখে তো মনে হচ্ছে না তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছেন। বাংলাদেশের হতশ্রী ব্যাটিংয়ের দশা কাটেনি পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে অবশ্য একমাত্র ব্যতিক্রম ছিলেন আফিফ। যতটুুকু সম্ভব, লড়েছেন তিনি।
শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংস উদ্বোধনে আসেন সাইফ হাসান ও নাঈম শেখ। ‘টেস্ট স্পেশালিস্ট’ হিসেবে খ্যাত সাইফ হাসান অনুমিতভাবেই আলো ছড়াতে পারেননি।
উল্টো তার আউটের ধরণ বরং আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে। জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে তিনি ক্যাচ দেন প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ফখর জামানের হাতে। ৮ বল খেলে করেন ১ রান। তার আগেই আউট হওয়া সঙ্গী নাঈম শেখও করেন ১ রান, তবে ৩ বলে।
তিনে খেলতে নামা নাজমুল হোসেন শান্তও সুবিধা করতে পারেননি। ১৪ বলে ৭ রান করে তিনিও আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। ওয়াসিমের বলে ক্যাচ তুলে দিয়েছেন তার হাতে। বাংলাদেশকে নিজেদের প্রথম বাউন্ডারির জন্য অপেক্ষা করতে হয়েছে পাওয়ার প্লের একদম শেষ ওভার পর্যন্ত!
এখন লড়াই করার মতো সংগ্রহ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন আফিফ হোসেন ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফিফ আছেন ৩৪ বলে ৩৬ রান করে আউট হয়েছেন তিনি। ১২ ওভার ১ বলে ৬০ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
সময় জার্নাল/আরইউ