এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৮ দালালকে গ্রেপ্তার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।
শুক্রবার দুপুরে কোতয়ালী থানার হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের অবগত করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বিভিন্ন এলাকা থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে প্রতারণা করে বিভিন্ন বেসরকারী ক্লিনিকে ভর্তি করিয়ে ও রোগীদের প্রেসক্রিপশন নিয়ে দালালদের পছন্দের ওষুধের দোকানে নিয়ে যান এবং ওইখান থেকে অতিরিক্ত চাদা দাবি করেন।
গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ এস আই মাসুদের নেতৃত্বে বৃহস্পতিবার (১৮ ই নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল ও তার আশে পাশের এলাকা থেকে দালাল ও চাদাবাজ চক্রের ৮ জনকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন , শাহিন শেখ (২৫), রাসেল শেখ (২৬), মোহাম্মদ জামাল প্রামানিক ওরফে নাসির(৪৯),প্লাবন মোল্লা (২৪),রাব্বি শেখ (২৪),নাহিদ মৃধা (১৯),শহিদুল ইসলাম (৩০),রমান হসেন (২৯) ।
এদের বিরুদ্ধে কোতয়ালী থানায় এস আই মাসুদ ফকির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন । যার নং ঃ ৫৭ , তাং – ১৯/১১/২১। এর সাথে দালাল ও চাদাবাজ চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে ।
এই সংবাদ সম্মেলনে কোতয়ালী থানার ওসি এম এ জলিল ও ফরিদপুরের কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
সময় জার্নাল/এলআর