ইমাম মেহেদী :
কবি হাশিম কিয়ামের এবারের গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ ‘স্মৃতির জলে ভাব ওঠে’। নান্দনিক প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত। হাশিম কিয়ামের কবিতায় এমন একটা আকর্ষণ আছে যা পাঠককে সহজেই সংযুক্ত করবে, নিয়ে যাবে এক অজানা পরাবাস্তব জগতে, পরিচয় ঘটাবে প্রাচ্য ও পাশ্চাত্যের ইতিহাস, ঐতিহ্য, পুরাণ ও মহাকালের জ্ঞানসমুদ্রের সাথে।
নাগরিক জীবনের টানাপোড়েন, অন্তঃসারশূন্যতা, ব্যাকুলতা, আত্মিক মুক্তি ও মোহভঙ্গের বিলাপকে উপজীব্য করে জীবনঘনিষ্ঠ কবি হাশিম কিয়াম সুনিপুণ হাতে সাজিয়েছেন তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্মৃতির জলে ভাপ ওঠে’।
শাশ্বত মনুষ্য জীবনের স্বরূপ উদঘাটনে, ভৌগোলিক সীমারেখা কিংবা বিভিন্ন যুগসিঞ্চিত ঘটনা কিংবা দুর্ঘটনাকে কবিতার পটভূমি নির্মাণে ব্যবহার করতে তিনি একটুও কার্পণ্য করেননি। স্মৃতিকাতরতা এ-কাব্যগ্রন্থের প্রধান বিষয় হলেও কবি অতীতকে টেনেছেন বর্তমান-বিনির্মাণে।
ফলে পাঠক সহজেই অতীতের সাথে বর্তমান সময়ের যোগসূত্র খুঁজে পান। গদ্যছন্দ তাঁর কবিতার মুখ্য ছন্দবাহন হলেও, অক্ষরবৃত্ত ছন্দ প্রয়োগেও তাঁর কবিত্বশক্তির পরিচয় মেলে। যথাযথ শব্দবিন্যাস, অলংকারের নিপুণ ব্যবহার, ভাব-প্রকাশের নতুনত্ব তাঁর কবিতাকে করেছে সুখপাঠ্য।
বইটি প্রকাশ করেছে বেহুলা বাংলা প্রকাশন। পাওয়া যাচ্ছে বইমেলার ৫২১, ৫২২, ৫২৩ নম্বর স্টল।
সময় জার্নাল/ইএম/ইএইচ