মিজানুর রহমান: শুক্রবার দুবাই-সিলেট-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট নং BG-0248 এর এক যাত্রীর কাছ থেকে ১৮ টি স্বর্ণবার উদ্ধার। যার মোট ওজন ২০৯৭ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৪৬, ৭৯,০০০০ (এক কোটি ছেচল্লিশ লক্ষ ঊনাশি হাজার) টাকা।
আটককৃত স্বর্ণগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা প্রদান করা হবে। এ প্রেক্ষিতে বিমানবন্দর থানায় এজাহার দায়েরপূর্বক অাসামী সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি অর্থবছর (২০২১-২০২২) -এ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক এখন পর্যন্ত ৭৪.০৭১ কেজি স্বর্ণ আটক করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫২ কোটি টাকা। বিগত ২০২০-২০২১ অর্থবছরে ১৭৪.৪৯ কেজি এবং ২০১৯-২০২০ অর্থবছরে ১৮০.৩৫ কেজি স্বর্ণ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক আটক করা হয়।
আরও উল্লেখ্য,২০২১-২০২২ অর্থ বছরের মোট আটকৃত স্বর্ণের অর্ধেক আটক করা হয় চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে।
সময় জার্নাল/এলআর