নিজস্ব প্রতিবেদক। একদিনও বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছে না কোনো দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টির পরদিনই আজ (২০ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও সফরকারী পাকিস্তান। এই ম্যাচটিও দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল শুক্রবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটি তাদের জয়ের কোনো বিকল্প নেই। আর যদি হেরে যায় তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে পাক বাহিনী।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোসহ নিজেদের সর্বশেষ ৬টি ম্যাচেই হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। তাইতো পরাজয়ের বৃত্ত থেকে নিশ্চিতভাবেই বের হতে চাইবে তারা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
সময় জার্নাল/আরইউ