স্পোর্টস ডেস্ক । পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও টস জিতেছিল বাংলাদেশ। নিয়েছিল ব্যাট করার সিদ্ধান্ত। আশা জাগিয়েও সেই ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ দল।
আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচেও টসে অভিন্ন চিত্র। এবারও সিদ্ধান্তটা বদলালেন না অধিনায়ক মাহমুদউল্লাহ। টস জিতলেন, নিলেন ব্যাট করার সিদ্ধান্তই।
টসের সময় মাহমুদউল্লাহ বলেন, এই উইকেটের চরিত্র বোঝা কঠিন। তবে আগে ব্যাট করে সুবিধাজনক সংগ্রহ দাঁড় করিয়ে সেটি ডিফেন্ড করার পরিকল্পনা রয়েছে আমাদের।
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, টস জিতলে আগে বোলিংই নিতাম।
অর্থাৎ পরপর দুই ম্যাচে টস হারলেও ক্ষতি হয়নি তার। নিজের পছন্দমতো সিদ্ধান্তই পেয়েছেন বাবর।
সময় জার্নাল/আরইউ