এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প রাজবাড়ী জেলার পাংশা হতে ফেন্সিডিল এবং গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাবের ফরিদপুর ক্যাম্প সুত্র থেকে জানা যায় , শুক্রবার বিকেলে পাংশার সত্যজিৎপুর গ্রামের কলেজ মোড় হতে তাদের আটক করার পর দুইশো বোতল ফেন্সিডিল ও দুই কেজি গাঁজা উদ্ধার হয় তাদের হেফাজত হতে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল এ অভিযানে অংশ নেয়। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য এনে দীর্ঘদিন ধরে এসব এলাকায় বিক্রি করছিলো।
আটককৃতরা হলো, কুষ্টিয়ার দৌলতপুর থানার হরিনগাছির আরিফুল ইসলাম (২২) ও নাটনাপাড়ার সুরুজ ইসলাম (২০)।
এ ঘটনায় র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রহমান জানান, পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সময় জার্নাল/এলআর