রেজাউল করিম রেজা,কুড়িগ্রাম প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা শহরের জাহাজ কোম্পানী মোড়ে সকাল থেকে গণ অনশন কর্মসূচী পালন করছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনশনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য শামীমা রহমান আপন, জেলা বিএনপি কোষাধক্ষ এডভোকেট রুহুল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম তারা, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা কৃষক দলের আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রনজু, আজিজুল হক, সাঈয়েদ আহমেদ বাবু, মাসুদ রানা, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি নাছিম পারভেজ তারা, সহ-সভাপতি সফিকুল ইসলাম, সদর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, পৌর যুবদলের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আল-আমিন, সিনিয়র যুগ্ন সম্পদক রকিবুল হাসান রকি বকসি, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি প্রমুখ।
বক্তারা অবিলম্বে বেগম খলেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি করেন।
সময় জার্নাল/এলআর