আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে হঠাৎ করেই বাড়ছে করোনা সংক্রমণ। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির আঞ্চলিক ডিরেক্টর ডা. হ্যানস ক্লুগে সতর্ক করে জানিয়েছেন, করোনা রোধে দ্রুত পদক্ষেপ না নিলে মার্চ নাগাদ পাঁচ লাখের বেশি মৃত্যু দেখতে হতে পারে। শনিবার (২০ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ক্লুগে বলেছেন, 'মাস্ক পরার মতো সতর্কতামূলক ব্যবস্থাগুলো জারি করলে তাৎক্ষণিকভাবে ফল পাওয়া যাবে। শীতের মৌসুম, পর্যাপ্ত ভ্যাকসিন না থাকা এবং বেশি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টই করোনা রোগী বাড়ার জন্য দায়ী।'
এর আগে, যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকের শরীরে ফাইজার এবং মডার্নার তৈরি করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন ওষুধ নিয়ামক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ফাইজার বা মডার্নার করোনা টিকার প্রাথমিক ডোজ নেওয়ার ছয় মাস পর এই বুস্টার ডোজ নেওয়া যাবে বলে জানানো হয়েছে। ১৮ বছর বা তার বেশি বয়সি যে কোনও মার্কিন নাগরিক এই বুস্টার ডোজ নিতে পারবেন।
এমআই