স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে হঠাৎই যেন শুরু হয়েছে নতুন নাটক। শনিবার রাতে ফেসবুক লাইভে পরিচালকদের নিয়ে সাকিব আল হাসানের করা মন্তব্যে তোলপাড়ের শুরু। যেখানে তিনি ক্রিকেট বোর্ড ও এর কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করেন।
এরপর তার ওই সমালোচনায় অসন্তোষ প্রকাশ করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। করণীয় খুঁজতে পরিচালকদের নিয়ে জরুরি সভা ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবার পাপনের বাসায় এই নিয়ে বৈঠকে বসেছেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা।
রোববার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় নাজমুল হাসান পাপনের গুলশানস্থ বাসভবনে এই সভা শুরু হয়। ধারণা করা হচ্ছে এখান থেকে সাকিবের বিষয়ে গুরুতর কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে টাইগার ক্রিকেট প্রশাসন।
সময় জার্নাল/এমআই