আন্তর্জাতিক ডেস্ক। ইউরোপের বুলগেরিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রায়ক নামের একটি গ্রামের নার্সিংহোমে এ দুর্ঘটনা ঘটে।
আঞ্চলিক অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান তিহোমির তোটেভ জানান, বাড়ির কাঠের ছাদ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই ওই নার্সিং হোমে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই নার্সিং হোমের ছাদটি আগুন এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তাৎক্ষণিক ৫৮ জনকে সরিয়ে নেওয়া হলেও ৯ জনের মৃত্যু হয়।
অন্যান্য বাসিন্দাদের বিল্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। সূত্র: রয়টার্স
সময় জার্নাল/আরইউ