আন্তর্জাতিক ডেস্ক। পর্যটকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে গিয়ে আন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে এই ঘটনা ঘটে।
উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই পর্যটক বাসে অন্তত ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন শিশু।
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নিকোলাই নিকোলভ জানিয়েছেন, অন্তত ৭ জনকে দগ্ধ অবস্থায় সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ার উদ্দেশ্যে যাত্রা করছিলো।
সময় জার্নাল/আরইউ