এম পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করে জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।
ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আঃ ছালামের সঞ্চলনায় অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহম্মদ রেজাউল করিম। সংলাপে পজিশন পেপার উপস্থাপন করেন সাংবাদিক, গবেশক ও কমিউনিকেশন এ্যাডভাইজার সুনীল কুমার দাশ।
এসময় সংলাপে অংশগ্রহন কারিদের মধ্যে বক্তৃতা করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম,মুখাইট কমিউনিটি ক্লিনিকের মো. মিজানুর রহমান, বাধন মানব ইন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, সুপ্তি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল, কমিউনিটি ক্লিনিকের সিজি কমিটির সহ-সভাপতি শেখ আব্দুল গফ্ফারসহ আরো অনেকে।
সময় জার্নাল/এলআর