সময় জার্নাল ডেস্ক :
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে আজ শুক্রবার সকাল ১০টায়।
তবে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচের যে টিকিট বিক্রি করেছে দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা বিসিবি, সেই টিকিটে সময় দেয়া আছে রাত ১০টায়। অর্থাৎ বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন ভুল কীভাবে করে ক্রীড়াপ্রেমীদের মনে সেই প্রশ্ন। পাঁচ দিনের জন্য ছাপানো সব টিকেটেই একই ভুল।
২২ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে প্রতিদিন ৫ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। অনেকেই আগ্রহ নিয়ে টিকেট কেটেছেন, কিন্তু টিকেট হাতে নিয়েই চোখ কপালে তাদের!
সময় জার্নাল/ইএইচ