তিতুমীর কলেজ প্রতিনিধি : রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজের তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মামুন হোসাইনকে সভাপতি ও জাহিদ হাসান রাকিবকে সাধারন সম্পাদক করে ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাকালীন কমিটি গঠন করা হয়।
শনিবার (২০ই মার্চ) কলেজ প্রাঙ্গণে সর্বসন্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেন ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম বজলুর রহমান৷
এ সময় উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহামেদ।
কমিটির নির্বাচিত অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শোহান খান (ভারপ্রাপ্ত), সিনিয়র যুগ্ন সম্পাদক আকাশ হোসাইন, যুগ্ন সম্পাদক মনিরুল হাসান, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাওসার ইসলাম, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নায়াত সুলতানা দোলন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, মহাপরিচালক জাহানারা ইয়াসমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান আবিদ, আন্তর্তজাতিক বিষয়ক সম্পাদক তামজিদ হোসাইন, নির্বাহী পরিচালক ফাসিহা তামান্না।
প্রসঙ্গত, ইংরেজি ভাষা চর্চা করার লক্ষ্যে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারী ক্যাম্পাস কেন্দ্রিক 'ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব'র যাত্রা শুরু করে।
সময় জার্নাল/এমআই