চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে মাসুদা কালাম ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুজাতপুর প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সার্বিক তত্ত্বাবধানে তিন শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডাক্তারদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাসুদা কালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ জামাল উদ্দিন।
চৌদ্দগ্রাম হোসাইনিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে ও সুজাতপুর প্রবাসী সমাজকল্যাণ পরিষদের প্রচার সম্পাদক নাসিম হিজাযী রিফাতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান খাঁন, সুজাতপুর প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা ইব্রাহিম, নিজাম উদ্দিন মাজী, বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক একে আজাদ রাসেল, তারুণ্য অগ্রযাত্রার সদস্য এম কে রানা, ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন কমিটির প্রধান এসএম আইয়ুব আলী, সদস্য মেহেদী হাসান হাবিব, এমদাদ শাওন, মোস্তফা মমিন, সাইফুল ইসলাম, মোবারক হোসেন, রাশেদ, মহিউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহনকারী ডাক্তারদের সংবর্ধনা দেয়া হয়। বিকালে দুর্গাপুর গ্রামে মাসুদা কালাম ফাউন্ডেশনের উদ্যোগে একটি কর্মশালা ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ জামাল উদ্দিন।
সময় জার্নাল/আরইউ