স্টাফ রিপোর্টার, সময় জার্নাল : চার মন্ত্রণালয় ও দু’দফতরে অতিরিক্ত সচিব পদমর্যাদায়, প্রকল্প পরিচালক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে রদবদল হয়েছে।
আজ সোমবার (২২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক সামছুন্নাহার বেগম এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম নিজামীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়। মো. মোতাহার হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ারা বেগমকে একই মন্ত্রণালয়ের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়।
মো. সাজেদুল কাইয়ুম দুলালকে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব পদে, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একই পদে নিয়োগ দেয়া হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলমকে এসইডিপি’র (সেকেন্ডারি এডুকেশন ডেপেলপমেন্ট প্রোগ্রাম) প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ দায়িত্ব পালনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিয়োগ দেয়া হয়।
সময় জার্নাল/আরইউ