এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গ্রামে আসন্ন ইউ,পি নির্বাচনে প্রতিদ্বন্দী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাহান হাওলাদার ও নৌকা প্রতীকের বশির উদ্দিন আহমেদের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বাড়িঘরে হামলা, মহিলা সহ উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নির্বাচনে ভোট চাওয়া নিয়ে ২ দলের সমর্থকদের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামে ২ দলের সমর্থকদের মাঝে সংঘর্ষ বাধলে এলাকায় রনক্ষেত্রে পরিনত হয় ।
ঘন্টাব্যাপী সংঘর্ষে শাহজাহান হাওলাদারের সমর্থক তৈয়ব আলী মাতুব্বর(৫৫), তার স্ত্রী হাওয়া বেগম(৫০),২ পুত্র সবুজ মাতুব্বর(৩০), রানা মাতুব্বর(২৫) ও পুত্রবধূ সুমি(২৬) গুরুতর আহত হয়। অপরদিকে বশির উদ্দিনের সমর্থক রফিকুল(৩৫),মওলা মাতুব্বর(৫৫) গুরুতর আহত হয়।
সময় জার্নাল/এলআর