সময় জার্নাল প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে বাংলাদেশ পাটকল করপোরেশন ভবন আদমজী কোর্টে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে ওই ভবনে আগুন লাগার খবর পান তারা।
তিনি আরও জানান, আট তলা ভবনের উপরের দুটি ফ্লোরে আগুন লেগেছে। আমাদের ১৩টি ইউনিট সেখানে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আদমজী কোর্টের পাশেই এনআরবি কমার্শিয়াল ব্যাংক ভবন হওয়ায় ধোঁয়া দেখে সেখানেই আগুন লেগেছে বলে ধারণা করেছিলেন অনেকে। ফায়ার সার্ভিসও প্রথমে এনআরবি ব্যাংক ভবনের কথা বলেছিল। পরে সেই তথ্য সংশোধন করা হয়।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বলেন, যে দুটি ফ্লোরে আগুন লেগেছে, সেগুলো মূলত গুদাম হিসেবে ব্যবহার করে কর্তৃপক্ষ। পুরোনো কাগজ এবং কিছু ফার্নিচার রয়েছে ওই ফ্লোরে।
এ পুলিশ কর্মকর্তা বলেন, ওই ফ্লোরে কেউ আটকা পড়ার কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য মেলেনি।
সময় জার্নাল/আরইউ