ডা. আফতাব হোসেন: সাউথ আফ্রিকায় এ যাবত-কালের মধ্যে দেখা করোনার ভয়ঙ্করতম নতুন ভ্যারিয়ান্ট B.1.1.529 দেখা দিয়েছে যা অতীতের সব ভ্যারিয়ান্টের চাইতে অধিক শক্তিশালী এবং ডেল্টা ভ্যারিয়ান্টের চাইতেও দ্রুত গতিতে ছড়ায়। শুধু তাই নয়, প্রচলিত করোনা ভ্যাকসিনও এই নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কম কার্যকরী।
ইতোমধ্যেই যুক্তরাজ্য আজ (শুক্রবার) রাত ১২টা থেকে সাউথ আফ্রিকা সহ ছয়টি আফ্রিকান দেশের সাথে বিমান যোগাযোগ বন্ধ করার ঘোষণা দিয়েছে এবং সেই সব দেশ থেকে আগত ব্রিটিশ নাগরিকদের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বাংলাদেশে করোনায় মৃত্যু ও সংক্রামণ এই মুহূর্তে পৃথিবীর অনেক দেশের চাইতে খুব ভালো অবস্থানে আছে। কিন্তু এ নিয়ে স্বস্তির ঢেঁকুর তোলার কোনো অবকাশ নেই। ইটালির মতো সাউথ আফ্রিকাতেও অনেক প্রবাসী বাংলাদেশী আছেন। করোনা মহামারীর প্রথম দিকে ইটালি ফেরত বাংলাদেশিদের নিয়ে যে ভুল হয়েছিল, এবারও যদি সেই ভুল হয়, তাহলে করোনার এই ভয়ঙ্করতম ভ্যারিয়ান্ট সামাল দেওয়া খুব মুশকিল হয়ে পড়বে।
করোনা নিয়ে যুক্তরাজ্যও প্রথম দিকে একই রকম গা ছাড়া ভাব দেখিয়েছিল যার খেসারত প্রায় দেড় লাখ প্রাণের বিনিময়ে দিতে হয়েছে। সেখান থেকে শিক্ষা নিয়েই দেশটি এবার তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করব, বাংলাদেশের নীতিনির্ধারকরাও অতীত থেকে শিক্ষা নিয়ে তেমনই সময়োপযোগী তড়িৎ সিদ্ধান্ত নেবেন।
এমআই