মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

সিন্ধুর পানি বণ্টন নিয়ে আলোচনায় ভারত পাকিস্তান

সোমবার, মার্চ ২২, ২০২১
সিন্ধুর পানি বণ্টন নিয়ে আলোচনায় ভারত পাকিস্তান

সময় জার্নাল ডেস্ক : সিন্ধুর পানি বণ্টন নিয়ে আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার থেকে দিল্লিতে শুরু হবে দুদিনের এ বৈঠক।


দুই বছর পর আলোচনায় বসতে চলেছে প্রতিবেশী দেশ দুটি। সিন্ধুর পানি বণ্টন নিয়ে দুই দেশের বিশেষজ্ঞরা নিজেদের মতামত জানাবেন এই বৈঠকে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

পাকিস্তান জানিয়েছে, পার্মান্যান্ট ইন্ডাস কমিশনের ১১৬তম বৈঠকে যোগ দিতে ও পানিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তাদের প্রতিনিধিদল ভারতে যাচ্ছে।

লাদাখে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প শুরু করেছে ভারত। এসব প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। সেই বিষয়েও আলোচনা হওয়ার কথা এ বৈঠকে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, চুক্তির আওতায় অনেক বিষয় রয়েছে। যেমন পাকাল দুল ও লোয়ার কালনাই হাইড্রোইলেকট্রনিক প্ল্যান্ট নিয়ে আগেই আমরা আমাদের আপত্তি জানিয়েছি। সেসব বিষয় নিয়ে এবার মুখোমুখি আলোচনা হবে।


সময় জার্নাল/ইম


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল