বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কবি ও কথাসাহিত্যিক মিনার মনসুরের 'নির্বাচিত কবিতা'

সোমবার, মার্চ ২২, ২০২১
কবি ও কথাসাহিত্যিক মিনার মনসুরের 'নির্বাচিত কবিতা'

সময় জার্নাল  ডেস্ক :  এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে খ্যাতিমান কবি ও কথাসাহিত্যিক মিনার মনসুরের 'নির্বাচিত কবিতা'। ২৫% ডিস্কাউন্টে 'নির্বাচিত কবিতা' বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২১-এ পাঞ্জেরীর প্যাভিলিয়নে (প্যাভিলিয়ন নং ৩২)। এছাড়াও বইটি পাওয়া যাচ্ছে পিবিএসসহ সারাদেশের বই বিক্রয় কেন্দ্রগুলোতে। অর্ডার করা যাবে অনলাইনেও (www.fb.com/PBSLTD)।

'নির্বাচিত কবিতা' নিয়ে কিছু কথা: 

যে অস্থির, টালমাটাল সময়ে বাংলা কাব্যজগতে তাঁর আবির্ভাব সেই সময় ধারণ করছে একটি নতুন ভূখণ্ডের অভ্যূদয়ের অভূতপূর্ব ইতিহাস ও আবেগকে; আকাশচুম্বী আশা ও আশাভঙ্গের বিপুল বেদনাকে। বিশেষ করে পঁচাত্তরের কালরাত্রির কাপুরুষোচিত বীভৎসতা তাঁকে তাড়িয়ে বেড়ায় নিরন্তর। দুর্বিনীত বুটের গর্জনতাড়িত শ্বাপদসংকুল, জটিল ও রুদ্ধশ্বাস সেই সময়ে কবি মিনার মনসুর তাঁর সৃষ্টিশীলতার ভেলা ভাসালেন কাব্যের আগুননদীতে। তখন দ্রোহই ছিল মূলস্বর। মিনার মনসুরের কবিতা ধারণ করে সেই তুমুল সময় ও অবদমিত আবেগকে। ফলে স্বৈরাচারের রোষানলে পড়ে নিষিদ্ধ হয়ে যায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘এই অবরুদ্ধ মানচিত্রে’ (১৯৮৩)। দ্রোহের পাশাপাশি তিনি লিখেছেন অজস্র সফেদ-শুভ্র প্রেমের কবিতা। কিন্তু তাঁর প্রেমের কবিতাও 'আমি-তুমি'-সর্বস্ব ছােট্ট গণ্ডির অতি ব্যক্তিগত সংলাপ নয়, তা যুগপৎ ধারণ করে মাতৃভূমির যন্ত্রণা  ও আকাঙ্ক্ষাকে। উচ্চকিত, স্লোগানসংক্ষুব্ধ সময়ের কবি হয়েও নিজস্ব স্বভাবের মতােই শান্ত ও নির্জন তাঁর কণ্ঠস্বর। শান্ত অথচ দৃঢ়, নির্জন তবু প্রতিধ্বনিময়। মরমিদর্শন থেকে উদ্ভুত ধূসর এক মৃত্যুচেতনা এবং সবকিছুর মাঝে থেকেও সর্বব্যাপী বিছিন্নতার আগ্রাসী এক বােধ তাঁর কবিতাকে দিয়েছে বিরল স্বাতন্ত্র। নিভৃতচারী হলেও বিরামহীন লেখালেখি এবং নিজেকে অতিক্রমণের প্রবল প্রয়াস তাঁকে করে তুলেছে বাংলা কবিতার বিশিষ্ট এক কণ্ঠস্বর। কাব্যমােদী পাঠকের কাছে মিনার মনসুর তাই সততই প্রিয়তর এক নাম। ভিন্ন স্বরের এ কবির ৯টি কাব্যগ্রন্থ থেকে বাছাইকৃত কবিতার সংকলন 'নির্বাচিত কবিতা'।

পাঞ্জেরী থেকে প্রকাশিত এই লেখকের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় অন্যান্য বই 'আমার পিতা নয়, পিতার অধিক', 'মুক্তিযুদ্ধের চেতনার শত্রু-মিত্র', 'জলপাই রঙের একটি হেলমেট ও এক জোড়া বুট'। 


সময় জার্নাল/ইম


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল