জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলোর হাট ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী অখিল চন্দ্র রায় এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়নপত্র বাতিল করে রিটানিং কর্মকর্তা।
এ বিষয়ে অখিল চন্দ্র রায় এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যাস্ত আছেন বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে রিটার্নিং অফিসার মো.শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র রায়ের ঋণ খেলাপীর দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করতে পারবেন।
এমআই