এস এম জহিরুল ইসলাম, গাজীপুর:
বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ করেছে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে শতাধিক শ্রমিক কর্মস্থলে প্রবেশ না করে সড়কে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, মাসের পর মাস বেতন না পেয়ে তারা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন। মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।
এক শ্রমিক জানান, “বেতন ছাড়া সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। আমাদের খাবার জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে।”
কারখানার মেকানিক্যাল ডেপুটি ম্যানেজার সবিমল ঘোষ বলেন, “২০১১ সাল থেকে কাজ করছি। এখন পাঁচ মাসের বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ড ও সার্ভিস বেনিফিট আটকে আছে। কোনো কারণ না দেখিয়েই আমাদের বের করে দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, শ্রমিকদের পাওনা পরিশোধে সরকার ডার্ড গ্রুপকে ১৩ কোটি টাকা সুদমুক্ত ঋণ দিয়েছে বলেও তারা শুনেছেন।
ঘটনাস্থলে উপস্থিত গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ জানান, “শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলেও যান চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি। তারা পরে ঢাকায় শ্রম ভবনের সামনে গিয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।”
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি শফিউল আলম বলেন, “প্রায় এক বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই কারখানার শ্রমিকদের এখনো বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ভাতা পরিশোধ করা হয়নি।”
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।